প্রথম দফায় নাশিদের জয়, দ্বিতীয় দফা নির্বাচনের পথে মালদ্বীপ

প্রথম দফায় নাশিদের জয়, দ্বিতীয় দফা নির্বাচনের পথে মালদ্বীপ

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় জয়ী হয়েছেন দেশটির ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনে জয়ী মোহাম্মদ নাশিদ। এখন নির্বাচন দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবারের ভোটে মোহাম্মদ নাশিদ জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে ব্যর্থ হন। সেকারণে নির্বাচন আবার অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ নাশিদ এখন পর্যন্ত ৪৫% ভোট পেয়েছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে তাকে ৫০%-এর উপর ভট পেতে হবে। যেখানে নাশিদের প্রতিপক্ষ আব্দুল্লাহ ইয়েমেন পেয়েছেন ২৫% ভোট।

প্রথম নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ক্ষমতাচ্যুত করার ১৮ মাস পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দ্বিতীয় দফা নির্বাচন ২৮ সেপ্টেম্বর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মোহাম্মদ নাশিদের প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ ইয়েমেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মাউমুম আব্দুল গাইয়ুমের সৎ ভাই। প্রেসিডেন্ট গাইয়ুম ৩০ বছর মালদ্বীপকে নেতৃত্ব দিয়েছেন।

প্রায় দুই লাখ ৩০ হাজার ভোটার ৪৭০টি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন মালদ্বীপের অধিবাসীরা।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক