সীমান্তে বিজিবি’র হাতে ৪৬ নারী-পুরুষ আটক

সীমান্তে বিজিবি’র হাতে ৪৬ নারী-পুরুষ আটক

দালালের খপ্পরে পড়ে কাজের সন্ধানে ভারত যাওয়ার পথে শিশুসহ ৪৬ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

২৬ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের গ্রামের বাড়ি ঢাকা, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, পাবনা, যশোর ও খুলনার বিভিন্ন এলাকায়। আটককৃতদের মধ্যে ৪১ জন পুরুষ, চারজন নারী ও একটি শিশু রয়েছে। তবে পালিয়ে গেছে দালাল চক্রের সদস্যরা।

এদিকে আটক জামান নামের একজন জানান, জন প্রতি ৩০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে তারা ভারতের মাদ্রাজে গার্মেন্টস কারখানায় কাজের সন্ধানে যাচ্ছিল।আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

জেলা সংবাদ