অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন লেবার পার্টি প্রধান কেভিন রাড এবং বিরোধী জোট প্রধান টনি অ্যাবোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী ১৮ বছরের উপরে সবার জন্য ভোট দেয়া বাধ্যতামূলক। তাই ধারণা করা হচ্ছে, ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ এই নির্বাচনে ভোট দেবেন।
ভোট শুরু হওয়ার কিছু সময় পর, অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রাথমিক পর্যায়ে ৩০ লাখেরও বেশি ভোট পড়েছে যা একটি রেকর্ড।
বিবিসি জানায়, এবারের নির্বাচনে জাতীয় অর্থনীতি, নিরাপত্তা এবং কার্বন ট্যাক্সের মতো বিষয়গুলো ভোটারদের প্রভাবিত করতে পারে এমনই আভাস মিলেছে নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপে।
নেতৃত্বের প্রশ্নে লেবার পার্টি প্রধানের পদ হারানোর পর জুন মাসে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড অবসর নেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কেভিন রাড।