কিশোরী ফেলানী হত্যা মামলায় আপিল করতে ভারতকে অনুরোধ করবে মানবাধিকার কমিশন

কিশোরী ফেলানী হত্যা মামলায় আপিল করতে ভারতকে অনুরোধ করবে মানবাধিকার কমিশন

felaবিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলায় আপিল করতে ভারতের মানবাধিকার কমিশনকে অনুরোধ করবে জাতীয় মানবাধিকার কমিশন।

আজ শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান  মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

তিনি বলেন, এই হত্যায় অভিযুক্ত বিএসএফ জওয়ানের খালাস পাওয়ার ঘটনা সত্যিই দু:খজনক, যা মেনে নেয়া যায় না। তাছাড়া এটা মানবাধিকারের লঙ্ঘন। তিনি আরো বলেন,  প্রতিবেশি দুই রাষ্ট্রের মধ্যে সীমানা নিয়ে চলমান অস্থিরতা কমানোর পথ এই রায়ের মাধ্যমে কঠিন হয়ে গেলো।

মিজানুর রহমান বলেন, যেহেতু এই মামলা ভারতের আদালতে হয়ছে, সেহেতু আপিল সুষ্ঠু বিচারের জন্য আপিল তাদেরই করতে হবে।

উল্লেখ্য, ২০১১ সালের সাতই জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মারা যায় ফেলানী। এই ঘটনায় করা মামলায় অভিযুক্ত বিএসএফ জওয়ায় অমিয় ঘোষকে খালাস দিয়েছে কোচবিহারে বিএসএফের একটি আদালত।

বাংলাদেশ