সিরিয়ায় হামলায় বি-২ ও বি-৫২ ব্যবহার করবে আমেরিকা

সিরিয়ায় হামলায় বি-২ ও বি-৫২ ব্যবহার করবে আমেরিকা

usaমার্কিন সরকার সিরিয়ার ওপর হামলার কাজে বি-২ ও বি-৫২ বোমারু বিমান ব্যবহার করবে। ওয়াশিংটনের সিরিয়া যুদ্ধ বিষয়ক নীতি নির্ধারণকারী একজন পদস্থ মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সিরিয়ায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ওবামা দাবি করেছিলেন, সিরিয়ায় হামলা হবে ‘সীমিত আকারে’।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সিরিয়ার বিদ্রোহীরা গত আড়াই বছরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনীর যতখানি ক্ষতি করেছে মার্কিন বাহিনী ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে তার চেয়ে বেশি ক্ষতি করতে সক্ষম।

প্রখ্যাত সাংবাদিক জনাথন কার্লের তৈরি করা এক রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ার ওপর আকাশপথে সাঁড়াশি অভিযান চালাবে মার্কিন বাহিনী। ভূমধ্যসাগরে মোতায়েন যুদ্ধজাহাজগুলো থেকে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াও বি-২ ও বি-৫২ বোমারু বিমান দিয়ে দূরপাল্লার বোমাবর্ষণ করা হবে।

ভূমধ্যসাগরে মোতায়েন চারটি মার্কিন ডেস্ট্রয়ারে প্রায় ২০০ টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এর প্রায় সবগুলোকে ব্যবহার করা হবে।

সিরিয়ার  গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালাবে মার্কিন বাহিনী। এ ছাড়া, সিরিয়ার সেনাবাহিনী তাদের বিভিন্ন অস্থায়ী সামরিক সরঞ্জাম স্থানান্তরের চেষ্টা করলে চলন্ত অবস্থায় সেগুলোর ওপর হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে মার্কিন বাহিনীর।

বি-২ ও বি-৫২ বোমারু বিমান থেকে বোমাবর্ষণের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও ব্যবস্থা রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে স্থির ও চলমান দু’ধরনের লক্ষ্যবস্তুতেই আঘাত করা যায়। প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে থেকে দূরপাল্লার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর লক্ষ্যে এ দু’টি বোমারু বিমান তৈরি করা হয়েছে।

তবে এখনো শক্তিশালী প্রতিপক্ষের পাল্টা হামলার শিকার হয়নি এসব বোমারু বিমান। সিরিয়ার সেনাবাহিনী বলেছে, আক্রান্ত হলে আগ্রাসী বাহিনীকে উচিত শিক্ষা দেয়া হবে।

সূত্র: আইআরআইবি

আন্তর্জাতিক