নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না জানতে চেয়ে নোটিশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আগামী তিন সপ্তাহের মধ্যে বিবাদীদের এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আদেশের কপি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়। ৩০ সেপ্টেম্বর এর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
আদালত তার আদেশে বলেছেন, গোলাম আযমসহ ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা যে মন্তব্য করেছেন তা অনৈতিক, ট্রাইব্যুনালের জন্য মর্যাদাহানিকর। তারা কোনো পর্যবেক্ষক না পাঠিয়ে তাদের মনগড়া বক্তব্য দিয়েছেন।
গত ২০ আগস্ট মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের রায় নিয়ে প্রশ্ন তোলায় এ সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে প্রসিকিউশন।
অভিযোগে হিউম্যান রাউটস ওয়াচ এর বোর্ড অব ডিরেক্টরস, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক মিস্টার ব্রাড অ্যাডামস ও সহযোগী মিস্টার স্ট্রম টিভকে বিবাদী করা হয়।
পক্ষপাতদুষ্ট হয়ে রিপোর্ট প্রকাশ করায় তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না তার নির্দেশনা চেয়ে আবেদন করে করা হয়।
আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, তাপস ক্রান্তি বল ও ব্যরিস্টার তুরিন আফরোজ।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের যুদ্ধাপরাধের রায় ‘মারাত্মকভাবে’ ক্রটিপূর্ণ হয়েছে এবং এ রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদন্ড পূরণ করতে পারেনি মর্মে গত ১৬ আগস্ট এক বিবৃতি প্রকাশ করে মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ।
এর আগে গত ১৫ জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদন্ড দেয় ট্রাইব্যুনাল-১।