জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাতভর শারীরিক নির্যাতনের প্রতিবাদের ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
সোমবার সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।
এর আগে প্রায় দুইশতাধিক শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও ‘সরকার ও রাজনীতি’ বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলামকে একই হলের আবাসিক ছাত্র ও ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী রাজীব ও বাঁধন রোববার রাতে মানসিক ও শারীরিক নির্যাতন করে।
এরপর অসুস্থ অবস্থায় সাইফুল ইসলামকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। পরে রোববার রাতেই তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সোমবার সকালে খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল নয়টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা যায়