বন্ধুত্ব একপক্ষীয় হয় না: কাদের স্টাফ রিপোর্টার August 29, 2013August 29, 2013 যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতকে মনে রাখতে হবে, আমাদেরকেও আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। বন্ধুত্ব একপক্ষীয় হয় না। গত চার বছরে নয়া দিল্লির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতের ডেপুটি হাইকমিশনারের সামনেই এ বক্তব্য দিয়েছেন যোগাযোগমন্ত্রী। গতকাল রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভারতের প্রতি বন্ধুত্বের উদার হস্ত প্রসারিত করেছে। তাদের কাছ থেকেও আমরা সৎ প্রতিবেশীমূলক আচরণ আশা করব। তিস্তা ও স্থল সীমান্ত চুক্তির ক্ষেত্রে বাংলাভাষী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, হিন্দি ভাষী অঞ্চল থেকে এই বাধা এলে একটা কথা ছিল। আমরা এভাবে ব্যথা পেতাম না। কিন্তু আমাদের ন্যায্য হিস্যা আদায়ের এই বাধা এসেছে বাংলাভাষী অঞ্চল থেকে। এপার বাংলা-ওপার বাংলা বলে যখন আমরা শান্তি পাই, সাবেক পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা বলে যখন আমরা অনুপ্রেরণা লাভ করি তখন পশ্চিম বাংলার এই আচরণ প্রত্যাশিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ে উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, আপনি মা, মাটি ও মানুষের নেত্রী বলে দাবি করেন। তাই আশা করবো, অগণিত বাঙালির চাওয়া বুঝিয়ে দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। শ্রীকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, শ্রীকৃষ্ণ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের জন্য, অশুভের বিরুদ্ধে শুভের বিজয়ের জন্য, অশান্তির বিরুদ্ধে শান্তির বিজয়ের জন্য লড়াই করেছেন। শ্রীকৃঞ্চের জন্মদিনে সেই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। আজ রব উঠেছে, ধর্ম যার যার উৎসব সবার। যে কোন উৎসবেই বাংলাদেশে সবাই এক কাতারে এসে দাঁড়ায় বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী। হিন্দু সমপ্রদায়ের নাগরিকদের তিনি বলেন, কেন নিজেদের আপনারা মাইনরিটি ভাবেন? আপনারা মাইনরিটি নন। আপনারা এ দেশের নাগরিক, এ দেশের ভোটার। এই মাটিতে একজন মুসলমানের যে অধিকার, আপনাদেরও সেই একই অধিকার। আপনারা ইনফিরিওরিটি কমপ্লেক্সে ভুগবেন না। নিজেদের ছোট ভাববেন না। সমান মর্যাদার মানুষ হিসেবে মাথা উঁচু করে এগিয়ে যাবেন। অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর