জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে: রফিকুল ইসলাম

জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে: রফিকুল ইসলাম

brofiqজাতিসংঘের মহাসচিব বান কি মুনের সংলাপের প্রস্তাব ব্যর্থ হলে দেশে সাংবিধানিক  সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য  ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

তিনি বলেন, বান কি মুন দেশের রাজনীতিক সংকট নিরসনে যে উদ্দ্যেগ নিয়েছে তা ব্যর্থ হলে গণতন্ত্র ও সাংবিধানিক সংকট আরো প্রকট হবে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা কর্মীদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।মুক্তিযোদ্ধা দলের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ফুল দেওয়া হয়।

বিএনপির এ জেষ্ঠ্য নেতা বলেন, বাংলাদেশে চলমান সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে সংলাপের প্রস্তাব দিয়েছেন- বিএনপি তা স্বাগত জানায়। সেই উদ্যোগ সফল হোক। সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক বিল পাস করার কোনো সম্ভাবনা নেই। যেহেতু আওয়ামী লীগ সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাই আওয়ামী লীগের উচিত তা পুনর্বহাল করা।

নির্দলীয় সরকার বিষয়ে নোবেল বিজয়ী ড. ইউনূসের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে সাবেক এ মন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার থাকবে কিনা তা নিয়ে সবাই চিন্তিত।

তিনি বলেন, দেশের এমন অবস্থায় সব নাগরিকের অধিকার রয়েছে সংকটি নিয়ে কথা  বলার। এটা দোষের কিছু না। ড. ইউনূস সেই অধিকার প্রয়োগ করায় তাকে আন্তরিক  ধন্যবাদ জানাচ্ছি। তার বক্তব্যে যদি সংকট নিরসন হয়, তাহলে অবশ্যই সেই বক্তব্যকে স্বাগত জানাই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, , ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রমুখ।

 

রাজনীতি