ম্পত্তি হত্যা মামলার অভিযোগে আটক মেয়ে ঐশী রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালত ঐশীর জামিন নামঞ্জুর করে।
সকালে ঐশী রহমানের পক্ষে ৪টি আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং শিশু-কিশোর আদালতে বিচারের আবেদনের উপর শুনানির সময় বিচারক জানান, ঐশী রহমানের বয়স সংক্রান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তিনি শিশু-কিশোর আদালত হিসেবেই মামলা কার্যক্রম চালাচ্ছেন। এই আবেদনে আবশ্যকতা নেই।
এ ছাড়া ঐশী রহমানের আইনজীবীদের তদন্ত কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন এবং ঐশী রহমান সুস্থ নয় মর্মে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা সংক্রান্ত আবেদনের আদেশ বিকালে দেবেন বলে আদালত জানান।
এর আগে শনিবার দুপুরে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুনের ঘটনায় রিমান্ড শেষে মেয়ে ঐশী রহমানকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে সন্ধ্যায় প্রক্রিয়া শেষে আদালত থেকে মেয়ে ঐশী রহমান ও গৃহপরিচারিকা খাদিজা খাতুন সুমীকে গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়।
উল্লেখ্য, ১৬ আগস্ট সন্ধ্যায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজ রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ রাজধানীর মিন্টো রোডের চামেলীবাগে নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকান্ডের পর ঐশী রহস্যজনকভাবে নিখোঁজ ছিল। পরদিন ১৭ আগস্ট দুপুরে ঐশী পল্টন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের ২ সন্তান মেয়ে ঐশী রহমান ও ছেলে ঐহী রহমান। ঐশী ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের শিক্ষার্থী। আর ঐহী রহমান রাজারবাগ পুলিশ লাইন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।