৯৬ ঘণ্টা পর মুক্ত জাবি উপাচার্য ১৫ দিনের ছুটিতে যাচ্ছেন

৯৬ ঘণ্টা পর মুক্ত জাবি উপাচার্য ১৫ দিনের ছুটিতে যাচ্ছেন

jabiiজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ১৫ দিনের ছুটিতে যাচ্ছেন। এ সময় প্রো-ভিসি (শিক্ষা) এমএ মতিন ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করবেন। শনিবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে শিক্ষকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

দীর্ঘ ৯৬ ঘণ্টা  অবরুদ্ধ থাকার পর অবশেষে শনিবার রাত সাড়ে ১১টার দিকে মুক্ত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থিত এ উপাচার্য।

এ সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তদন্ত কমিটি উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগগুলো তদন্ত করবেন বলেও জানা গেছে।

আন্দোলনরত সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী জানান, শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দীর্ঘ এই বৈঠকে শিক্ষামন্ত্রীর আশ্বাস পাওয়ায় আমারা ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছি।

শনিবার বিকাল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত ১৩ সদস্যের শিক্ষক প্রতিনিধি এ বৈঠক হয়।

শনিবার বিকাল পৌনে ৫টার দিকে মিন্টো রোডে মন্ত্রীর বাড়িতে প্রবেশ করেন শিক্ষক প্রতিনিধি দল। তখন মন্ত্রী বাড়িতে ছিলেন না। এর ১৫ মিনিটের মধ্যে তিনি বাড়িতে প্রবেশ করেন।

হানিফ আলীর নেতৃত্বে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিনও ছিলেন।

এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন- অধ্যাপক আবুল কাশেম মজুমদার, অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক লুৎফর রহমান, মোস্তফা নাজমুল আহসান, অধ্যাপক ফরিদ আহমদ, আবদুল্লাহেল কাফি, খালেদ কুদ্দুস।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক আনোয়ারের পদত্যাগ দাবিতে গত চার দিন ধরে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষক ফোরাম।

বাংলাদেশ