ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা দুই দলকে সংলাপের জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেই পথ বের করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের জনগণ নিরপেক্ষ নির্বাচন চায়। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপে বসতে হবে।
শনিবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকাস্থ আমেরিকান সেন্টারের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘ইউনাইটেড নেশনস পিসকিপিং এন্ড সাউথ এশিয়া : ট্রেন্ডস এন্ড প্রসপেক্টস’ শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
এদিকে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তার জন্য জাতিসংঘ কাজ করছে। এই শান্তি ও নিরাপত্তার কাজে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি স্থাপনে বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনী কাজ করে সুনাম অর্জন করছে। তারা বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক উন্নয়ন, মানবাধিকার, সহযোগিতা ও সমঝোতার জন্য কাজ করে যাচ্ছে। শান্তি রক্ষায় বাংলাদেশ দক্ষিণ এশিয়া তথা বিশ্বে অনেক এগিয়ে।”
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ এবং আর্মড ফোর্সেস ডিভিশনের অপারেশন্স এন্ড প্ল্যান ডিরেক্টরেটের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।