আগামীকাল রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের শিল্পভিত্তিক এবং সুনির্দিষ্ট সফটওয়্যার প্রদর্শনী। বেসিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে বেসিস অডিটোরিয়ামে ‘বিজনেস সফটওয়্যার’ শীর্ষক এই প্রদর্শনীতে শুধু ইআরপি অ্যান্ড ইন্টিগ্রেটেড বিজনেস অ্যাপলিকেশন বিষয়ক সফটওয়্যার প্রদর্শন করা হবে।
সূত্রে আরো জানা গেছে, প্রদর্শনীতে ১১টি বেসিস সদস্য প্রতিষ্ঠান যারা শুধু ইআরপি অ্যান্ড ইন্টিগ্রেটেড বিজনেস অ্যাপলিকেশন বিষয়ক সফটওয়্যার তৈরি ও বাজারাজাত করে থাকে তারা অংশগ্রহণ করছে।
তিনদিনব্যাপী এ মেলা চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের একটি নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করতেই বেসিসের এ নিয়মিত সফটওয়্যার প্রদর্শনী। আর এতে স্পন্সর হিসেবে আছে লিডস করপোরেশন।
প্রসঙ্গত, এর আগে চলতি বছর মে-জুলাই মাসে বেসিস আকাউন্টিং, গার্মেন্টস ও টেক্সটাইল এবং এইচআর অ্যান্ড পেরোল সফটওয়্যার প্রদর্শন করে। বিশেষায়িত সফটওয়্যার প্রদর্শনীর সেই ধারাবাহিকতায় এবার এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীতে এডুকেশন ম্যানেজমেন্ট, হেলথকেয়ার ম্যানেজমেন্ট এবং রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ওপর ভিত্তি করে তিনটি একদিনের প্রদর্শনী আয়োজন করে সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বেসিস সভাপতি ফাহিম মাশরুর।
বেসিস সভাপতি জানান, বেসিস আগামী এক বছরে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড হোস্টিং সার্ভিস, এডুকেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং ই-কমার্স বিষয়ে এ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা নিয়েছে।