গত তত্ত্বাবধায়ক সরকার অবৈধভাবে তিন মাসের জন্য ক্ষমতায় এসে দুই বছর শাসন করেছে। এটা অনেক বড় দুর্নীতি। এতদিন আমরা এই দুর্নীতির দিকে নজর দেইনি। এখন সময় এসেছে তাদের মুখোস উন্মোচন করার।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘পাবলিক সেটিসফেকশন ইউথ কারেন্ট পুলিশিং প্রাক্টিস: এ ডিএমপি স্টাডি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর এসব কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীনে ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিজ প্রোগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন প্রসঙ্গে বলেন, পুলিশ রাষ্ট্রের বলপ্রয়োগকারী সংস্থা। স্বৈরতান্ত্রিক সরকারের অধীনে পুলিশকে সেবামূলক সংস্থায় রূপান্তর করা যায় না। কিন্তু গনতান্ত্রিক সরকার হলে এই সংস্থকে অবশ্যই সেবামূলক সংস্থায় রূপান্তর করা যায়।আমাদের প্রত্যাশা তখনই পূরণ হবে যখন সবকিছুর ঊর্ধ্বে উঠে পুলিশ জনগণের বন্ধু হতে পারবে।
কারাগারগুলো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কারাগারগুলো শাস্তির জায়গা। কিন্তু সংশোধনের জায়গা হিসেবে কখনোই এগুলো গড়ে উঠেনি। জেলগুলো অপরাধীর সংশোধনের স্থান হিসেবে গড়ে উঠা উচিৎ।
ঐশী প্রসঙ্গে তিনি বলেন, ঐশী যে পরিবেশে গড়ে উঠেছিল তা আমাদের কাম্য নয়। আমি আশা করি আর কোনো সন্তান যেন এধরনের পরিবেশে গড়ে না উঠে; যে নিজের বাবা-মাকে হত্যা করবে।
ঢাবি’র সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম সাদ’উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, পুলিশ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ