আন্দোলনের ফলে সব চুল উড়ে যাবে বিরোধী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, খালেদার জন্মদিন যেমন নকল, তেমনি তার চুলও নকল। আসল চুল কখনও উড়ে যায় না, বরং নকল চুলই উড়ে যায়।
বিএনপির চেয়ারপার্সন জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কেটে সমঝোতার সকল পথ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করে তিনি বলেন, এখন একমাত্র পথ নির্বাচন। নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে, কে দেশ চালাবে-কে চালাবে না। বঙ্গবন্ধুর রক্তে যে জিয়াউর রহমানের হাত রক্তাক্ত হয়েছে, সেই জিয়ার স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে না।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের শোক দিবসের আলোচনায় নাসিম এ সব কথা বলেন।
আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে- খালেদা জিয়ার এমন হুঁশিয়ারির জবাবে তিনি বলেন, ‘আন্দোলন করে আওয়ামী লীগকে হঠানো যাবে না। বিএনপি মাঠে থাকলে আমরাও মাঠে থাকব। আমরা মাঠ ছেড়ে দেব না।’
আগামী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আর কোনো আলোচনা বা সমঝোতা হবে না উল্লেখ জানিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে।
তিনি বলেন, যারা বঙ্গবন্ধু ও তার পরিবারের রক্তের ওপর দাঁড়িয়ে কেক কাটে তাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী এখন শুধুমাত্র শেখ হাসিনার অধীনে নির্বাচনের পথই খোলা আছে। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে নেতাকর্মীদের প্রস্তুত হয়ে মাঠে নামারও নির্দেশ দেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের এই নেতা নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না আনতে পারলে আমরা কেউ থাকবো না।’
আগামীতে কে ক্ষমতায় থাকবে এ সিদ্ধান্ত দেশবাসীকে নিতে হবে জানিয়ে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ভুলক্রটি থাকতে পারে। সেই ভুল সংশোধন আমাদেরই করতে হবে। এক মেয়াদে সব উন্নয়ন হবে না। সময় পেলে সবভুলক্রটি বিচ্যুতি শুধরিয়ে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ-সহ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।