এইচআরডব্লিউ’র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

এইচআরডব্লিউ’র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

hrw৭১-এর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিচার ও রায় নিয়ে মন্তব্য করায় নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়।

গত ১৬ আগস্ট জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে কঠোর সমালোচনা করে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদন্ড পূরণ করতে পারেনি। গোলাম আযমের বিচার প্রক্রিয়া ত্রুটিযুক্ত ।

গোলাম আযমের রায় নিয়ে নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এইচআরডব্লিউ’র এশিয়ার পরিচালক ব্রাড অ্যাডামস জানান, হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই ১৯৭১ সালে সংঘটিত অপরাধের বিচারের পক্ষে রয়েছে। তবে, যুদ্ধপরাধের বিচার প্রক্রিয়ায় ঘাটতি রয়েছে বলে আমরা বাংলাদেশ সরকারকে সতর্ক করেছি। কিন্তু এ সতর্ক বার্তা বাংলাদেশ সরকার উপেক্ষা করে আসছে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সরকার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে চেয়েছিল। তবে, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”

গোলাম আযমের রায়ে বিচারকরা সঠিকভাবে তদন্ত চালাননি বলে উদ্বেগ প্রকাশ করে এইচআরডব্লিউ।

অ্যাডামস আরো জানান, গোলাম আযমের বিচারকার্যে নানাবিধ সমস্যা রয়েছে। এসবের মধ্যে প্রধান সমস্যা হলো বিচার প্রক্রিয়ায় বিচার বিভাগের পক্ষপাত এবং অধিকারের লঙ্ঘন।

বিচারক ও আইনজীবীদের মধ্যে পক্ষপাত ও আঁতাত ছিল বলে মনে করছে হিউম্যান রাইটস ওয়াচ। গোলাম আযমের পক্ষের সাক্ষীদের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেও মনে করে মানবাধিকার সংস্থাটি। গোলাম আজমকে দোষী সাব্যস্ত করতে উপযুক্ত প্রমাণের অভাব ছিল বলেও মন্তব্য তাদের।

বাংলাদেশ