বিসিবিকে নির্বাচন করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

বিসিবিকে নির্বাচন করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

cotক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্বাচন করার অনুমতি দিয়েছেন দেশের সুপ্রিম কোর্ট। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, এর ফলে নির্বাচন হতে আর কোনো আইনি জটিলতা থাকল না।

বোর্ডের সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বিসিবি নির্বাচন নিয়ে  সভাপতি বললেন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নির্ধারিত সংবিধান অনুযায়ী নির্বাচনে আইসিসি সম্মতি প্রকাশ করেছে। তাই এখন নির্বাচনে আর কোন বাঁধা নেই। যা আমাদের জন্য অত্যন্ত ভালো দিক। আমরা অতি শিগগিরই নির্বাচনের জন্য প্রস্তুতি নিবো। এ মাসের মধ্যে আমরা বোর্ড মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিবো যে কবে নির্বাচন করা যাবে।

বোর্ড এখন একটি সঙ্কটের মধ্যে আছে উল্লেখ করে নাজমুল হাসান বললেন, গত ২৬ জুন কাউন্সিলরদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আইসিসির বিধান অনুযায়ী ৩০ জুনের মধ্যে সকল দেশের সংবিধান সংশোধন ও ক্রিকেট বোর্ডের নির্বাচন করার কথা ছিল। আইসিসি আমাদেরকে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব বিসিবির নির্বাচন শেষ করার জন্য।

বিশ্বের সব দেশের মতোই আইসিসির নিয়ম অনুযায়ী বিসিবির নির্বাচন করার আত্মপ্রত্যয় ব্যক্ত করলেন সভাপতি।

নির্বাচনে কোনো প্যানেলে দাঁড়াবেন না; এমন উক্তি করে  নাজমুল বলেন, আমি কোনো প্যানেলে থাকব না তবে সরাসরি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারি। যেহেতু আমি গেজেটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। তাই এখনি ঠিক করে বলতে পারব না।

এদিন সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিসিবির গঠনতন্ত্রের ওপর শুনানি হয়। পাঁচ সদস্যের বেঞ্চে শুনানি শেষে আদালত বিসিবিকে নির্বাচন করার অনুমতি দেন।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভেন্যুর কাজ দ্রুত করা হচ্ছে। প্রিমিয়ার ডিভিশন কাপ কবে শুরু হবে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, আগস্ট মাসের মধ্যে ভেন্যুগুলো ঠিক হলে আমরা প্রিমিয়ার ডিভিশন কাপ শুরু করবো। দেশীয় ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলা। বিশ্ব টি-টোয়েন্টি এখন আমাদের কাছে মূখ্য বিষয় তাই প্রিমিয়ার ডিভিশন কাপের খেলা কিছুটা বিলম্বিত হচ্ছে। আমরা মনেপ্রাণে চেষ্টা করবো সেটেম্বরের প্রথম দিকে প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু করা জন্য।

খেলাধূলা