সংঘর্ষ-ভাংচুরের মধ্য দিয়ে জামায়াতের ডাকা চতুর্থ দিনের হরতাল পালিত হচ্ছে

সংঘর্ষ-ভাংচুরের মধ্য দিয়ে জামায়াতের ডাকা চতুর্থ দিনের হরতাল পালিত হচ্ছে

কড়া নিরাপত্তা ও বিক্ষিপ্ত সংঘর্ষ-ভাংচুরের মধ্য দিয়ে সারা দেশে জামায়াতের ডাকে টানা চতুর্থ দিনের মত হরতাল শুরু হয়েছে।

হরতালের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হরতাল ও জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায়কে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও র্যাফবের সতর্ক অবস্থান দেখা গেছে। সেই সঙ্গে, রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এরপরও সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় আগুন লাগানো, ভাঙচুর করা ও সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে।

সকালে যাত্রাবাড়ী রায়েরবাগ মেডিকেলের সামনে জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করে।রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয়।

দয়াগঞ্জে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে পিকেটাররা। তবে, পুলিশে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। এছাড়া, বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের কর্মীরা।

রাজধানীতে হরতালের মধ্যে বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। তবে অন্য স্বাভাবিক কর্মদিবসের চেয়ে রাস্তায় ভিড় কম। ভোরে দূরপাল্লার কয়েকটি বাস রাজধানীতে ঢুকলেও মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকায় মিছিল পিকেটিং, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের হরতালে রাজপথে নেমে আসার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিবিরের সেত্রেটারি আব্দুল জব্বার।

বুধবার এক বিবৃতিতে কর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার জামায়াতের ডাকা টানা চতুর্থ দিনের হরতাল। এর আগে কোন হরতালে কর্মীদের এভাবে রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানায়নি জামায়াতের ছাত্রসংগঠন শিবির। তাই ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার যথেষ্ট প্রস্তুতি নিয়েই মাঠে নামছে তারা।

প্রসঙ্গ, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেওয়ায় এ হরতালের ডাক দেওয়া হয়েছে। এ নিয়ে চতুর্থ দিনের মতো হরতাল কর্মসূচি করছে জামায়াত।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর