স্পেনের ক্লাব বার্সেলোনা ছেড়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন সেস ফ্যাব্রিগাস। তাকে পেতে লড়াই করছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানেচস্টার ইউনাইটেড ও আর্সেনাল।
২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে পেতে ২৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ম্যানইউ। একই প্রস্তাব দিয়েছে আর্সেনাল। যদিও বার্সা কর্তৃপক্ষ খুব সস্তায় ছাড়তে রাজি নয় স্পেনের দামি এই ক্লাব ফুটবলারকে।
কাতালান ক্লাবের লা মেসিয়া একাডেমির ফুটবলার ফ্যাব্রিগাস ১৬ বছর বয়সেই নাম লেখান ইংল্যান্ডের ক্লাব আর্সেনালে। গানার্সদের হয়ে ৩০৩ ম্যাচ খেলে ৫৭টি গোল করেছেন তিনি। ২০১১ সালে আর্সেনাল ছেড়ে স্বদেশের ক্লাব বার্সায় যোগ দেন ফ্যাব্রিগাস।
স্পেন জাতীয় দলের হয়ে ৮৩বার খেলেছেন ফ্যাব্রিগাস। ২০১০ সালের স্পেনের বিশ্বকাপ ও দু’বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য তিনি।