গোলাম আযমের মামলার রায় কাল

গোলাম আযমের মামলার রায় কাল

জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশনের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য আগামীকাল দিন ধার্য করেন। এর আগে গত ১৭ই এপ্রিল মামলাটির কার্যক্রম শেষ করে রায়ের জন্য সিএভিতে (অপেক্ষমান) রাখে ট্রাইব্যুনাল। মামলার কার্যক্রম শেষ হওয়ার ৮৯ দিন পর এ রায় ঘোষণা করা হচ্ছে। গত ১০ই মার্চ থেকে ৭ই এপ্রিল পর্যন্ত ১১ কার্যদিবস গোলাম আযমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও ইমরান সিদ্দিকী। এর আগে গত ১৭ই ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত প্রথম দফায় যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর তুরিন আফরোজ, প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও সুলতান মাহমুদ সীমন। জামায়াতের সাবেক এ নেতার বিরুদ্ধে এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মতিউর রহমানসহ মোট ১৭ জন সাক্ষী প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। তার মধ্যে  সাতজন ছিল জব্দ তালিকার সাক্ষী এবং ১ জন সাক্ষীর আইও’র কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল। অন্যদিকে আসামিপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে একমাত্র গোলাম আযমের ছেলে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমী সাফাই সাক্ষ্য দেন। গত বছরের ৯ই জানুয়ারি গোলাম আযমের বিরুদ্ধে ৬২টি  ঘটনায় পাঁচ ধরনের অভিযোগ আনা হয়। এরপর ১১ই জানুয়ারি ট্রাইব্যুনাল প্রসিকিউশনের অভিযোগ আমলে নেন। সেদিনই গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তার করা হয়।

অন্যান্য ইসলামী জগত বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর