সাময়িক বিপর্যয় হলেও চূড়ান্ত বিজয় আমাদেরই: নাসিম

সাময়িক বিপর্যয় হলেও চূড়ান্ত বিজয় আমাদেরই: নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে সাময়িক বিপর্যয় হলেও চূড়ান্ত বিজয় আমাদের হবেই।

নাসিম বলেন, সম্প্রতি কয়েকটি পত্রিকায় শিরোনাম করা হয়েছে সিটি নির্বাচনে পরাজয়ে আমারা নাকি হতাশ। কিন্তু আমরা হতাশও নই শঙ্কিতও নই।

গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘দেশ ও জাতির স্বার্থে গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫টি সিটি নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতেও আমরা ভুল করেছি, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে এসে জয়ী হয়েছি। আমাদের অনেক ভুলত্রুটি আছে সেগুলো সুধরে নিতে হবে। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী নাসিম দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দয়া করে আমাদের ভুল সংশোধনের সুযোগ দিন। যদি না দেন তাহলে আগের মতো দুঃশাসনে ফিরে যেতে হবে। এটা দেশবাসীর সিন্ধান্ত নিতে হবে।

নাসিম আরো বলেন, নেতাকর্মীদের মাঝে ভুলত্রুটি সুধরাতে দলীয় প্রধান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো কঠোর হতে হবে। সিটি নির্বাচনের ভুলত্রুটি সুধরে নিয়ে আগামী নির্বাচনে যেতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের ভুল আর হবে না। সাময়িক বিপর্যয় হলেও চূড়ান্ত বিজয় আমাদের হবেই।

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, পাঁচটি সিটি নির্বাচনই প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব।

বিএনপি’র উদ্দেশ্য তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আর কোনো হুমকি-ধামকি দিবেন না। নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে একটিও মাগুরা মার্কা নির্বাচন হয়নি, তেজগাঁও হয়নি, বগুড়া মার্কা নির্বাচনও হয়নি। বর্তমান নির্বাচন কমিশন অনেক শক্তিশালী। সিটি নির্বাচনে জয়ী হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন, সেটা দোষের কিছু না। সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, সৎ ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন না করাতেই আজ নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। মূল খেলোয়াড় বসিয়ে রেখে সাইড বেঞ্চের খেলোয়াড় দিযে টিম চালানো হলে খেলায় জয়ী হওয়া যায় না। আমাদের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগের সহ-সভাপতি এম এ করিম, সাবেক শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

রাজনীতি শীর্ষ খবর