বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে বেলারুশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে বেলারুশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের উদার বিদেশী বিনিয়োগ নীতিমালার সুযোগ নিয়ে লাভ ও মুনাফার ভিত্তিতে এ দেশের উন্নয়ন সহযোগী হতে বেলারুশের ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী দিনে আমাদের প্রগতি ও সমৃদ্ধির পথ চলায় আপনাদের উপস্থিতিও আমাদের জন্য মূল্যবান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে উদার বিদেশী বিনিয়োগ নীতি বিদ্যমান।

প্রধানমন্ত্রী আজ বেলারুশের মিনস্ক ন্যাশনাল লাইব্রেরীতে যৌথভাবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বেলারুশ চেম্বারস এ্যান্ড কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইআইসিসিআই) আয়োজিত এক ব্যবসায়ী পরিষদ সভায় ভাষণকালে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, লাভজনক ব্যবসার ব্যাপক জন্য বাংলাদেশের এই খাতে রয়েছে উদ্ভাবনী উদ্যোক্তা, দক্ষ ব্যবস্থাপক ও সঙ্গতিপূর্ণ মজুরীর শ্রমশক্তি।

তিনি বলেন, সরকারের বিদ্যমান শিল্প নীতিতে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, নৌ পরিবহন, নবায়নযোগ্য জ্বালানী, পর্যটন, আইসিটি পণ্য ও সেবা এবং ওষুধ ও সিরামিক খাতে বিশেষ প্রণোদনা দেয়া হয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট মিখাইল ম্যায়াসনিকভিচ, এফবিসিসিআই‘র সভাপতি কাজী আকরাম উদ্দিন ও বিইআইসিসিআই’র সভাপতি মিখাইল ম্যায়ালিকভ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

শেখ হাসিনা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশে বিগত বছরগুলোতে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত থাকে এবং ২০১৭ সালের মধ্যে এই প্রবৃদ্ধি দুই অঙ্কে উন্নীত করে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষে কাজ চলছে।

তিনি বলেন, এই অঞ্চল হচ্ছে ৩শ’ কোটি মানুষের এক বিশাল বাজার। এখানকার মানুষের ক্রয় ক্ষমতা ও চাহিদা দ্রুত বাড়ছে।

বাংলাদেশকে বিদেশী বিনিয়োগের লাভজনক গন্তব্য হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, বহু আন্তর্জাতিক গবেষণা ও রেটিং সংস্থা বিনিয়োগবান্ধব এই পরিবেশের স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ শীর্ষ খবর