ভারতে ভবন ধস: ১৪ জনের মৃত্যু

ভারতে ভবন ধস: ১৪ জনের মৃত্যু

আবারো ভারতে ভবন ধসের ঘটনা ঘটেছে। সোমবার ভারতের অন্ধ্র প্রদেশের সেকুন্দারাবাদ এলাকার একটি দ্বিতল হোটেল ধসে পড়ার ঘটনায় রেস্টুরেন্টে কর্মরত ১৪ কর্মী নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। আহত ৮ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ধ্বংস্তুপের নিচে আটকা পড়া বাকি মানুষদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেনে উদ্ধার কর্মীরা।

কতজন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ কর্মকর্তা বি সুরেন্দর জানান, সিটি লাইট নামের ওই হোটেলটি আজ বেশ সকালের দিকে ধসে পড়ার ঘটনায় ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার সময় ব্যস্ত সড়কের পাশে অবস্থিত ওই হোটেলে কমপক্ষে ৪২জন কর্মী ছিলেন। হোটেলটির রান্নাঘরের একাংশের দেয়াল ধসে পড়ার পরপরই পুরো ভবনটি বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটি ছিল বেশ পুরনো ও দেয়ালে ফাটলের চিহ্ন ছিল।

আন্তর্জাতিক শীর্ষ খবর