জামায়াতের হরতালে নাশকতা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

জামায়াতের হরতালে নাশকতা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

আজ সোমাবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে জামায়াতে ইসলামী নামের সংগঠন।  জামায়াতের শীর্ষ তিন নেতা ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয়ায় বিভিন্ন মেয়াদে জেল ও অর্থ জরিমানা করার প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হরতালের আগের দিন দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুরের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের পোশাকধারী ও সাদা পোশাকের সদস্য ছাড়াও র‌্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছে। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ প্রস্তুতি।

হরতালের দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক ভ্রাম্যমাণ আদালত সচল থাকবে। পিকেটারদের নাশকতা ও সহিংসতা রোধে বরাবরের মতো আজ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোবাইল ডিউটি করবে।

পুলিশ ও র‌্যাবের রিজার্ভ ফোর্সকে ইতিমধ্যে রাজপথে নামানো হয়েছে। হরতালে জামায়াত-শিবিরের নাশকতা ও সহিংসতা রুখতে রাজধানীর প্রতিটি এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার (এসি) মো. আবু ইউসুফ জাস্ট নিউজকে জানান, বরাবরের মতো এবারও রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানা ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা মাঠে থাকবে। সচল থাকবে ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, রবিবার দুপুরে আদালত অবমাননার দায়ে জামায়াতের ৩ শীর্ষ নেতার জেল ও অর্থ জরিমানা করায় সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

বাংলাদেশ শীর্ষ খবর