ড্রোন হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও পাকিস্তানে ফের হামলা: নিহত ৭

ড্রোন হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও পাকিস্তানে ফের হামলা: নিহত ৭

মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন ৭ জঙ্গি নিহত হয়েছেন।
শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের মিরনশাহ এলাকার একটি গ্রামে সন্দেহভাজন জঙ্গি লক্ষ্যবস্তুতে ওই ড্রোন হামলা চালানো হয়।

গত বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দুদিন পরেই এ হামলার ঘটনা ঘটলো।

উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেয়া ভাষণে নওয়াজ শরিফ পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু

স্থানীয় একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ ব্যাপারে জানিয়েছেন যে, চালকবিহীন মার্কিন বিমান থেকে সন্দেহভাজন জঙ্গি লক্ষ্যবস্তুতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ৭ জন মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা হামলা ও হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

আন্তর্জাতিক শীর্ষ খবর