ভেজাল-দুর্নীতি প্রতিরোধে শপথ নিয়েছে ৩৩ ম্যাজিস্ট্রেট

নাগরিক জীবনে  নিরাপত্তা নিশ্চিত, ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে শপথ নিয়েছেন চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৩৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দু’দিনের কর্মশালার সমাপনী দিনে শনিবার দুপুরে নগরীর কাজির দেউড়ি এলাকায় আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এ শপথ পাঠ করানো হয়। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী তাদের শপথ পাঠ করান।

চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের উদ্যোগে কমিশনার মোহাম্মদ আবদুল্লাহকে প্রধান করে মোবাইল কোর্ট আইন ২০০৯, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮, দন্ডবিধি ১৮৬০,  নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা ও শাস্তি প্রদানে করণীয় সম্পর্কে অবহিত করতে শুক্রবার কর্মশালাটি শুরু হয়।

কর্মশালার প্রশিক্ষক মিল্কভিটার এমডি মুনীর চৌধুরী বলেন, সামাজিক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের বিকল্প নেই। এ বিচার প্রক্রিয়ায় কোনো দীর্ঘসূত্রতা না থাকায় এটি জনপ্রিয়তা পেয়েছে।

উল্লেখ্য, শনিবার কর্মশালার সমাপনী দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা খাদ্যে ভেজাল রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নদ-নদী, খাল-বিল দখলমুক্ত করা, পরিবেশদূষণ রোধ করা, ব্যবসা-বাণিজ্যের অনৈতিকতা বন্ধ, অবৈধ ইটভাটা এবং মাদক ব্যবসা প্রতিরোধে ভূমিকা পালন করে ভ্রাম্যমাণ আদালতকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন।

 

বাংলাদেশ শীর্ষ খবর