আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দেশীয় আইনে হওয়ায় বিদেশি আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। তাছাড়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে যেভাবে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে পৃথিবীর কোথাও এভাবে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি।
শনিবার বাজধানীর একটি হোটেলে দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে বিদেশিরা স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হচ্ছে। তাই এ নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই বলে তিনি মনে করেন।