ঈদের আগে রাস্তা চলাচলের উপযোগী করা হবে: যোগাযোগমন্ত্রী

ঈদের আগে রাস্তা চলাচলের উপযোগী করা হবে: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশের সব সড়ক ঈদের আগে চলাচলের উপযোগী করা হবে। মানুষ যাতে ঈদের আগে নিরাপদে বাড়িতে ফিরতে পারে, তা নিশ্চিত করা হবে।
আজ শুক্রবার বেনাপোল বন্দর পরিদর্শন করে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। এ সময় বেনাপোল বন্দরের যানজট নিরসনের লক্ষ্যে নির্মাণাধীন বাইপাস সড়কের কাজ শিগগির শেষ করার জন্যে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, ৯ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। এ বৈঠকে নিরাপদ সড়ক বাস্তবায়ন আইন পাস করা হবে। এরপর ১৫ জুন থেকে সারা দেশে সড়ক-মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে। বন্ধ করে দেওয়া হবে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল।
এ সময় স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী কাজী মোহাম্মাদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বুলবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হায়দার, উপবিভাগীয় প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) তোফাজ্জল হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ শীর্ষ খবর