তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে বিরোধী দল আলোচনার পথ বন্ধ করেছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কথা বললেও স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী জানিয়েছেন, এখনও আলোচনার সুযোগ আছে। তিনি বলেছেন. বাজেট আলোচনার সময় অন্য কোন প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ সীমিত। তবে বাজেট পাসের পরও যে কয়দিন সংসদ চলবে তখন আলোচনার সুযোগ আছে। বিরোধী দল চাইলে যে কোন আলোচনার সুযোগ দেয়া হবে। আজ রাজধানীর একটি হোটেলে ‘জেন্ডার মেইনস্ট্রিমিং ইন বাংলাদেশ পার্লামেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন। স্পিকার সরকারি ও বিরোধী দলের মধ্যে বৈষম্য করছেন এমন অভিযোগ তুলে প্রধান বিরোধী দল ওয়াকআউট করে। এ বিষয়ে স্পিকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট বিধি নিয়ে দ্বিধা তৈরি হয়েছিল। আমি তাদের পয়েন্ট অব অর্ডার ফরমুলেট করতে বলেছিলাম। তাদের প্রতি কোন বৈষম্য করা হয়নি।