জাকের পার্টির জাতীয়
কাউন্সিল-২০১৩ তে যোগ দিতে দলে দলে নেতা-কর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হচ্ছেন। এছাড়া এতে উপস্থিত থাকার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিভিন্ন পেশার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার দুপুর ২টা এ উদ্যানে দলটির কাউন্সিল শুরু হবে।চলবে বিকেল ৫টা পর্যন্ত।
কাউন্সিলের উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী।
জাকের পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা ফারুক বাংলানিউজকে বলেন, “এরইমধ্যে কাউন্সিলে যোগ দিতে জাকের পার্টির প্রায় ২০ হাজার কর্মী এসে উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি দুপুর নাগাদ প্রায় এক লাখ কর্মীর সমাগম হবে।”
নিরাপত্তা প্রসঙ্গে রমনা জোনের এসি এস.এম. শিবলী নোমান বাংলানিউজকে বলেন, “জাকের পার্টির জাতীয় কাউন্সিলে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাদা পোশাকের পুলিশসহ, মহিলা পুলিশ দায়িত্ব পালন করছেন।”
এদিকে শুক্রবার জাকের পার্টি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির নিয়মানুযায়ী গত মাসে কাউন্সিল গঠনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এরইমধ্যে চেয়ারম্যান পদের জন্য মোস্তফা আমীর ফয়সাল একটি মনোনয়নপত্র জমা দেন। সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন শেষে সন্ধ্যায় বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে শুরু হবে দ্বিতীয় পর্ব।