অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে-কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন।
প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, কমিশন ভবিষ্যতে বেতন-ভাতা নিয়ে সময়ে সময়ে সরকারকে নিয়মিতভাবে সুপারিশ প্রদান করবে। তারা বেতন-ভাতা নির্ধারণে সৃষ্ট অসঙ্গতির সমাধানও দিতে পারবে। তিনি আগামী অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য ব্যাংকগুলোর জন্যও স্বতন্ত্র বেতন-ভাতা প্রবর্তনের ঘোষণা দেন।
তাছাড়া অর্থমন্ত্রী বলেন, এ রকম হয়তো আরো কিছু ক্ষেত্রে স্বতন্ত্র বেতন-ভাতা নির্ধারণ করতে হবে। এসব বিষয়েও এই কমিশন সুপারিশ রাখবে।
উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ।