পোশাক শ্রমিকদের জন্য বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। নিয়ম অনুযায়ী বোর্ডকে ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত প্রস্তবান জমা দিতে হবে।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, ৬ সদস্যের এ কমিটির চেয়ারম্যান হচ্ছেন- অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে রায়। বোর্ডের অন্য সদস্যরা হলেন- ড. মোঃ কামাল উদ্দিন, অধ্যাপক ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (নিরপেক্ষ সদস্য), কাজী সাইফুদ্দিন আহমেদ শ্রম উপদেষ্টা, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশন (মালিক পক্ষের স্থায়ী সদস্য), ফজলুল হক মন্টু কার্যকরী সভাপতি জাতীয় শ্রমিক লীগ (শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য), আরশাদ জামান দিপু (গার্মেন্টস মালিক পক্ষের প্রতিনিধি) এবং সিরাজুল ইসলাম রনি (গার্মেন্টস মালিক পক্ষের প্রতিনিধি)।
মন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পের উন্নয়নে দেশের ৭টি শিল্পজোন করা হবে। সেসব জায়গায় শ্রমিকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি এই শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সকল কাজ করবে সরকার।
মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সাংবাদিকদের জানান, রানা প্লাজার ধসের পর পৃথিবীর অনেক দেশ ও সংস্থা সহযোগিতার আশ্বাস দিয়েছে (আইএলও, ইউএই, থাইল্যান্ড, জাপান, ভারত)। এর মধ্যে জাপান বাংলাদেশের গার্মেন্টস শিল্পের আবকাঠামোর উন্নয়নে ১০০ মিলিয়ন ডলার দেয়ার আশ্বাস দিয়েছে। সবারই সহযোগিতাই সরকার গ্রহণ করবে।