সীমানা নির্ধারণের জটিলতা দূর হওয়ায় চলতি সপ্তাহেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
সিইসি বলেন, ডিসিসি নির্বাচনে সুলতানগঞ্জের সীমানা নির্ধারণ নিয়ে যে জটিলতা ছিল তা দূর হয়েছে। তাই ডিসিসি নির্বাচনের ব্যাপারে চলতি সপ্তাহে আমরা সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে আমরা ইমিডিয়েটলি অ্যাকশনে যাব।
নির্বাচন কবে নাগাদ হতে পারে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন রোজার ঈদের আগে, না পরে হবে- সে ব্যাপারে আমরা কমিশনে বসে সিদ্ধান্ত নেব। তবে আশা করছি এ ব্যাপারে চলতি সপ্তাহে আপনারা একটা পরিপূর্ণ ধারণা পাবেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকা সুলতানগঞ্জ ইউনিয়নকে ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এই গেজেটে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, এর মধ্য দিয়ে তা নিরসন হলো।
গত জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকা সম্প্রসারিত করা হয়। সেই সম্প্রসারিত এলাকা সুলতানগঞ্জ ইউনিয়ন, হাজারীবাগ থানা নিয়ে এ নতুন ওয়ার্ড গঠন করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানার সুলতানগঞ্জ ইউনিয়নের ১৩টি পাড়া বা মহল্লার সমন্বয়ে এই ৫৭ নম্বর ওয়ার্ড গঠন করা হলো। এই ওয়ার্ডকে আইনের ৩০ ধারা মোতাবেক সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হলো।