মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। রবিবার বিকাল ৫টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট তাকে শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান বলে বৈঠক সূত্র জানিয়েছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৫ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন চুমকি। শপথ নেয়ার আগে চুমকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী দেশের প্রথম নারী স্পিকারের দায়িত্ব গ্রহণের পর এ পদটি শূন্য হয়।