সজলের মরদেহের কাছাকাছি উদ্ধারকারী দল

সজলের মরদেহের কাছাকাছি উদ্ধারকারী দল

এভারেস্ট বিজয় শেষে ফেরার পথে মৃত্যুবরণকারী সজল খালেদের মৃতদেহের কাছাকাছি পৌঁছেছে উদ্ধারকারী শেরপারা। আজ দুপুরে নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শামিমা চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল সকালে সজলের মরদেহ উদ্ধারে রওনা হয়েছে এক দল শেরপা। আমরা আশা করছি আজ সন্ধ্যা নাগাদ উদ্ধারকারী দল সজল খালেদের মৃতদেহের কাছে পৌঁছতে পারবে। তবে গতকাল থেকে তার মৃতদেহের কোন তথ্য আমরা পাইনি। তিনি আরও জানান, সম্পূর্ণ সরকারি উদ্যোগেই সজলের মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। উদ্ধারকাজে সহযোগিতা করছে নেপাল সরকার। উল্লেখ্য, গত ২০শে মে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় করে ফেরার পথে মারা যান চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ খালেদ হোসেন।

অন্যান্য আন্তর্জাতিক বাংলাদেশ