গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খানকে সমর্থন দিয়েছে কেন্দ্রীয় ১৪ দল। আজমত উল্লাহ খান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিলুপ্ত টঙ্গী পৌরসভার মেয়র ছিলেন। গাজীপুর সিটি করপোরেশনে টঙ্গী পৌরসভাকে অধিভুক্ত করা হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে আজমত উল্লাহ খানকে সমর্থন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠক থেকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সংঘাতের পথ ছেড়ে শান্তির পথে আসার আহবান জানিয়েছে ১৪ দল। সেই সঙ্গে সংসদে এসে আলোচনার মাধ্যমে দাবি দাওয়া পেশ করারও প্রস্তাব করেছেন নেতারা। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। গণআজাদী লীগের সভাপতি আলহাজ্ব আবদুস সামাদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মূখপাত্র মো: নাসিম বলেন, বিরোধী দল সংলাপের আহবান জানিয়ে অপ্রয়োজনীয় হরতাল ডেকেছে। যা অত্যান্ত দুখ:জনক। কিন্তু হরতাল দিয়ে তারা ঘরে বসে থাকে। তাদের হুমকি ধামকি এখন জনগণের কাছে পরিহাস মনে হয়। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, এখনও সময় আছে। নিজস্ব চিন্তা চেতনায় চলুন। আপনার যা বলার সংসদে এসে বলুন। সংঘাতের পথ ছেড়ে শান্তির পথে আসুন। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্টান সহ সকল জনগণকে ১৪ দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানিয়ে নাসিম বলেন, বিগত সাড়ে চার বছরে এই সরকারের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনও তাই হবে। এজন্য বিরোধী দলকে সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বশক্তি নিয়ে অংশ গ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের রায়ের প্রতিফলন দেখার জন্য প্রস্তুত হোন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদের প্রেসিডিয়াম সদস্য শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো: মোশারেফ হোসেন আলমগীর প্রমুখ।