বুলেট ও ক্ষমতার মাধ্যমে সবকিছুর সমাধান হয় না তালেবানের প্রতি আলোচনায় বসার আহবান নওয়াজের

বুলেট ও ক্ষমতার মাধ্যমে সবকিছুর সমাধান হয় না তালেবানের প্রতি আলোচনায় বসার আহবান নওয়াজের

পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ও পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ তালেবানের প্রতি শান্তি আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, সব সমস্যার সমাধান বুলেট ও শক্তি প্রদর্শনের মাধ্যমে হয় না। এক্ষেত্রে সংলাপের কোন বিকল্প নেই। তিনি সাম্প্রতিক তালেবানের শান্তি আলোচনার প্রস্তাবকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, বিষয়টিকে আমাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। গত ১১ মে’র নির্বাচনে জয়লাভের পর সোমবার লাহোরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। নওয়াজ শরিফ বলেন, অস্ত্র রেখে তালেবানের আলোচনার টেবিলে বসতে হবে। সম্ভাব্য সব পথের মাধ্যমেই আমাদের এ আলোচনার পথকে সুগম করতে হবে। সন্ত্রাস আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এটি এখন মহামারীর মতো দেশটাকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গেছে। তিনি বলেন, পাকিস্তানি তালেবানের পক্ষ থেকে যদি কোন আলোচনার প্রস্তাব দেয়া হয় তাহলে আমাদের অবশ্যই তা গুরুত্ব সহকারে দেখতে হবে। এক্ষেত্রে কেন আমরা সেই আলোচনা টেবিলে বসবো না? নওয়াজ বলেন,এরই মধ্যে আমরা অনেক মানুষকে হারিয়েছি, আমাদের অর্থনীতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। কাজেই যে কোন আলোচনার আহ্বানে আমাদের সাড়া দিতে হবে। উল্লেখ্য, তালেবান জঙ্গিরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বছরের পর বছর হাজার হাজার মানুষ মেরে আসছে। তাদের দাবি, দেশে ইসলামিক আইন বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্কের সমাপ্তি টানতে হবে। পাকিস্তানি সৈন্যরা তালেবানের বিরুদ্ধে নানাবিধ ব্যবস্থা তথা তাদের শক্ত ঘাঁটিতে হামলা অব্যাহত রাখলেও কোনভাবেই দমছে না জঙ্গিরা। পাল্টা প্রায় প্রতিদিনই তারা কোথাও না কোথাও হামলা চালাচ্ছে। সেনাপ্রধান জেলারেল আশফাক পারভেজ কায়ানি গত ১১ মে’র নির্বাচনের পর শনিবার নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাত্ করেন। কায়ানি বলেন, যারাই অস্ত্র তুলে নেবে এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গত সপ্তাহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) বলেছিল, তারা অস্ত্র বিরতিতে যাবে যদি সরকার তাদের আলোচনার প্রস্তাবকে গুরুত্ব দেয়। এরপরই নওয়াজ শরিফ ওই শান্তি আলোচনার আহ্বান জানালেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে টিটিপি শর্তযুক্ত আলোচনার প্রস্তাব পাঠায় কিন্তু্তু অস্ত্র প্রত্যাহার বিষয়ে একমত না হওয়ায় তা আর সফল হয়নি।
অন্যান্য আন্তর্জাতিক শীর্ষ খবর