আলোচনার মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের প্রধান নির্ধারণ হবেন

আলোচনার মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের প্রধান নির্ধারণ হবেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন, অংশীদারিত্বমূলক সরকার হবে কিনা সবই আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে। তিনি বলেন, গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে
একটি জনগণের নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। আমরা সেটাই চাই। অনির্বাচিত কোন সরকারের প্রস্তাব আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ মনে করে, বর্তমান সংবিধানের আওতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনেই সম্ভব। তত্ত্বাবধায়ক সরকারের নামে কোন অসাংবিধানিক ব্যবস্থা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। গতকাল দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সংলাপের ব্যাপারে বিরোধী দলকে চিঠি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে বিরোধী দলকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। সংসদে এসে তিনি তাদের দাবি পেশ করার কথা বলেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিগত চার বছরে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা দেশের জন্য অভূতপূর্ব সাফল্য এনেছেন বলে আওয়ামী লীগ মনে করে। দলের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এ জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। দলের পক্ষ থেকে আগামী ১০ম জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ও অসাংবিধানিক ধারায় পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সারাদেশে সাংগঠনিক সফর করবেন। আওয়ামী লীগের সকল স্তরের সংগঠনকে অতি দ্রুত সুসংগঠিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, দেশের সকল পেশাজীবী নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করার উদ্যোগ নিয়েছে দলটি।
হেফাজতে ইসলামের ৫ই মে’র কর্মসূচি সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, ডাকাতদের মতো প্রাচীনকালের চর দখলের মতো দিন-তারিখ ঠিক করে সরকার উৎখাতের আলটিমেটাম দেয়া এটা কোন সিরিয়াস রাজনীতি নয়।
যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুরঞ্জন বালাকে ট্রাইব্যুনালের সামনে থেকে অপহরণের অভিযোগ উঠে। পরে তাকে ভারতের কারাগারে পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারলাম অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় সীমান্ত বাহিনী তাকে আটক করে। পরে ভারত সরকার অবৈধ প্রবেশের কারণে তাকে জেলে প্রেরণ করেন।
‘সাংবিধানিক অধিকার সব সময় রক্ষা করা যায় না’: রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সাংবিধানিক অধিকার সবসময় রক্ষা করা যায় না। সাভারে দুর্ঘটনা ঘটেছে, দক্ষিণাঞ্চলে ঝড়ের কারণে তেমন একটা প্রাণহানি না হলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন। এ জন্য সভা-সমাবেশ বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা শুধু বিরোধী দলের জন্য নয়। সরকারি দলের নেতাকর্মীরাও এই সময় সভা- সমাবেশ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছি।
ত্রাণ বিতরণে আওয়ামী লীগের কমিটি: ঘূর্ণিঝড় ‘মহাসেন’কবলিত এলাকায় ত্রাণ বিতরণের জন্য দলের প্রেসিডিয়াম সদস্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান সৈয়দ আশরাফুল ইসলাম। ওই কমিটিতে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, মাহবুব-উল আলম হানিফ, ড. আবদুর রাজ্জাক, আফম বাহাউদ্দিন নাছিম, এডভোকেট আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলি, শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান, মোল্লা আবু কাওসার, পঙ্কজ দেবনাথ দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হক, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর