মহেশখালী-কুতুবদিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

মহেশখালী-কুতুবদিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

সামুদ্রিক জোয়ার ও ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় মহেশখালী-কুতুবদিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মহেশখালীর ধলঘাটার ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু জানান, বেড়িবাঁধ না থাকায় স্থানীয় দক্ষিণ মুহুরি ঘোনা, সরইতলা, বনজামিরা ঘোনা ও হামিদ খালী এলাকা প্লাবিত হয়েছে। এরইমধ্যে প্রায় ১৮ হাজার লোক এই ইউনিয়ন থেকে সরে গিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

মাতারবাড়ি ইউনিয়ন থেকে হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, জোয়ারের সময় ইউনিয়নটি প্রায় সব নিম্নাঞ্চল প্লাবিত হয়।

কুতুবদিয়ার আলী আকবর ডেইল থেকে এক স্কুল শিক্ষিকা জানান, বেড়িবাঁধ না থাকায় এমনিতেই এখানে অনেক এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়ে।

রাতেই সামুদ্রিক জোয়ার ও ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং এতে বায়োবিদুৎ প্রকল্প হুমকির মুখে রয়েছে বলেও জানান তিনি।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ শীর্ষ খবর