অধিনায়ক থাকছেন না মুশফিকুর রহীম

অধিনায়ক থাকছেন না মুশফিকুর রহীম

জিম্বাবুয়ে সিরিজ শেষ হলে বাংলাদেশ জতীয় দলের অধিনায়ক থাকছেন না মুশফিকুর রহীম। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে পরাজয় বরণ করে। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহীম আসতে অনেকটাই সময় নেন। এরপর সংবাদ সম্মেলনে এসেছে সিরিজ পরাজয়ের দায়ীত্ব নিজ কাঁধে নিয়ে বলেন, ‘আমি নিজেও সিরিজে ভাল খেলতে পরিনি। আর আর দলও ভাল খেলতে পারেনি। অধিনায়ক হিসেবে এই সিরজ পরাজয়ের দায়িত্ব আমার উপরই পড়ে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছে এই সিরিজ শেষে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে দাড়াবো।’ তবে দীর্ঘক্ষন পর সংবাদ সম্মেলনে এসে তার হঠাত অধিনায়ত্ব ছাড়ার ঘোষনাতে সাবাই অবাক করে। নাম প্রকাশ না করা শর্তে একজন ক্রিকেটার বলেন, ‘হঠাত এমন সিদ্ধান্তের পিছনে কোন কারণ থাকতে পারে।’ এর আগে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ পরজয়ের পর সেই সময়ের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ অধিনায়ক তামিম ইকবালকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছি।
সাকিবের পরিবর্তে মুশফিকুর রহীমকে অধিনায়ক করা হয় ২০১১ সালে। তার নেতৃত্বে বাংলাদে জতীয় দল এই পর্যন্ত ২১টি ওয়নডে ম্যাচ খেলেছে। যার মধ্যে তার নেতৃত্বে ৮টিতে জয় ও ১২টি হারে যায় বাংলাদেশ। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এছড়াও মুফিক বাংলাদেশ দলের ৮ম টেস্ট অধিনায়ক হিসেবে এই পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে সদ্য জিম্বাবুয়ে বিপক্ষে একটি টেস্ট জয় ছাড়াও ওয়য়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২টি ম্যাচে ড্র করে দল। আর অপর ৭টি ম্যাচে পিরাজয় বরণ করে বাংলাদেশ। অন্যদিকে মুশফিকুর রহীমের নেতৃত্বে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে মধ্যে ৫টিতে জয় ও ৭টিতে হেরেছে বাংলাদেশ। তার শেষ নেতৃত্বে শেষ হবে জিম্বাবুয়ের ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের পরই তিনি জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরে দাড়াবেন বলে ঘোষনা দিয়েছেন গতকাল।
গতাকাল শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় জিম্বাবুয়ে। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও তারা জিতে নিয়েছে পর পর দুই ম্যাচে হারিয়ে । ২০১১ সালে বাংলাদেশকে তারা শেষ ওয়ানডে সিরিজেও বাংলাদেশকে হারিয়েছিল। এবার বাংলাদেশ তাই প্রতিশোধ আর মার্যাদা পুনউদ্ধারের লড়াইয়ে জিম্বাবুয়ে আসে। কিন্তু অর্জনের পরিবর্তে তারা আরেকটি লজ্জা নিয়ে ওয়ানডে সিরিজ শেষ করেছে। গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান। জিম্বাবুয়ে ৩ উইকেট হারিয়ে  ১৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। আর এই জয়ে বড় ভূমিকা রাখেন জিম্বাবুয়ের ওপেনার ভুসি সিবান্দা। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে জিম্বাবুয়েকে শুধু জয়ই উপহারদেন। বাংলাদেশের বিপক্ষে ১৩তম দ্বিপাক্ষিক সিরিজে এইট জিম্বাবুয়ের ৬ষ্ঠ সিরিজ জয়। আর নিজেদের মাটিতে ৫ম বারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজে জিতে নিল তারা।

খেলাধূলা