উচ্চ শুল্কের পণ্য নিম্ন শুল্ক দেখিয়ে মিথ্যা ঘোষণা দিয়ে খালাসের সময় চট্টগ্রাম বন্দরে দুটি কাভার্ডভ্যান আটক করেছেন চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডের গেইট দিয়ে খালাসের সময় এসব কাভার্ডভ্যান আটক করা হয়।
উচ্চ শুল্ক হারের বেভারেজ কম শুল্ক দেখিয়ে জুস আমদানি করে ঢাকার গুলশান এলাকার নাভানা টাওয়ারের ফুডেক্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। নগরীর আগ্রাবাদ লাকি প্লাজার প্রিন্স মুভিং এজেন্সি এসব পণ্য খালাসের দায়িত্বে ছিল।
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (তদন্ত) সুপারিটেন্ডেন্ট এস এম জাকির হোসেন বাংলানিউজকে জানান, উচ্চ শুল্কের বেভারেজ জুস নিম্ন শুল্কের ঘোষণা দিয়ে খালাসের সময় বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে কাভার্ডভ্যান দু’টি আটক করা হয়েছে।
আটক কাভার্ডভ্যান দু’টি বন্দর কতৃপক্ষের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।
জাকির হোসেন বলেন,‘উচ্চ শুল্কের এসব বেভারেজ পণ্যে প্রায় এক কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করছিল ওই প্রতিষ্ঠানটি।’