সাভার ট্র্যাজেডিতে ১০০ কোটি টাকার তহবিল: এফবিসিসিআই

সাভার ট্র্যাজেডিতে ১০০ কোটি টাকার তহবিল: এফবিসিসিআই

ঢাকার অদূরে সাভারের ভবন ধসে হতাহতদের পরিবারকে সহযোগিতা দিতে ১০০ কোটি টাকার তহবিল তৈরি করবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। গতকাল বিকালে ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। এ ১০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়া হবে। পরে সেখান থেকে আহত ও নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে। এফবিসিসিআই সভাপতি বলেন, এছাড়াও উদ্ধার অভিযানে যেসব তরুণ কাজ করেছে তাদের প্রত্যেককে যোগ্যতা অনুসারে প্রত্যেকটি ব্যাংকে চাকরি দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। আহতদের মধ্যেও যারা ব্যাংকে কাজ করতে পারবে তাদেরও চাকরি দেয়া হবে। সাভারের ভবন ধসের ঘটনায় ‘সাহসী ভূমিকার’ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি। এদিকে ৫ই মে ঢাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করতে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। কাজী আকরাম বলেন, ৫ই মে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি দেশের অর্থনীতিতে নতুন সঙ্কট তৈরি করবে। এ পরিস্থিতিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের জন্য হেফাজত নেতাদের প্রতি অনুরোধ করছি। আকরাম উদ্দিন বলেন, গত কয়েক মাসের হরতাল, সাভার ট্র্যাজেডি, রপ্তানি শিল্পখাতে মন্দা দেখা দিয়েছে। এ অবস্থায় ডাকা অবরোধ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও নাজুক করে ফেলবে। এফবিসিসিআই সভাপতি আশঙ্কা প্রকাশ করে বলেন, হেফাজতের অবরোধ কর্মসূচির কারণে সাভারের ঘটনার পর চিকিৎসা ও উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত হতে পারে। সে কারণে ব্যবসায়ী সমাজ এ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, সরকার ও বিরোধী দল সংলাপে সম্মত হওয়ায় এক ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমঝোতামূলক পরিবেশ আশাবাদী করেছে। ব্যবসায়ী সমাজ এ প্রক্রিয়াকে স্বাগত জানায়। হেফাজতে ইসলাম চট্টগ্রামের কর্মসূচি প্রত্যাহার করায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি ৫ই মে’র কর্মসূচি প্রত্যাহারের জন্যও তাদের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ,  এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ তৈরী  পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বায়রা সভাপতি শাহজালাল মজুমদার ও এফবিসিসিআইয়ের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্যেঃ মানব জমিন

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক জেলা সংবাদ বাংলাদেশ শীর্ষ খবর