সাভারে ভবন ধসের নয় দিন পর উদ্ধারকাজ পরিদর্শনে যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় তিনি উদ্ধারকারী সেনাবাহিনী ও অন্য উদ্ধারকারীদের প্রশংসা করেন। সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের। ভবন ধসের পর এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী উন্মাদের প্রলাপ বকেছেন। এটা নতুন কিছু নয়। এর আগেও স্পেকট্রাম ও তাজরিন ফ্যাশন গার্মেন্টে প্রাণহানির ঘটনা ঘটেছে। ’৮৮-এর বন্যায় মানুষ মারা গেছে।
লাশের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ করায় তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, মর্মান্তিক এই ঘটনা নিয়ে কারও রাজনীতি করা উচিত হবে না। প্রেসিডেন্ট এরশাদ এরপর গাড়ি থেকে নেমে দলের নেতা রুহুল আমিন হাওলাদার, কাজী জাফর আহমেদ, জিয়াউদ্দিন বাবলুসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে ভবনের সামনে ও পেছনে উদ্ধারকাজ ঘুরে দেখেন। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দীও এ সময় তার সঙ্গে ছিলেন। পরে এরশাদ উদ্ধারকর্মীদের তাঁবুর নিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ভবনের স্তম্ভ ধরে হরতালসমর্থকদের ‘টানাহেঁচড়ায়’ রানা প্লাজা ধসে পড়তে পারে- স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, নিজের ‘পার্টির লোকজনকে বাঁচাতেই’ মন্ত্রী বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। এতে তিনি দল ও দেশের ক্ষতি করেছেন। তিনি আরও বলেন, আমি আগেই বলেছিলাম তাকে কেবিনেটে রাখা উচিত হবে না। গত ২৪শে এপ্রিল নয় তলা রানা প্লাজা ধসে পড়ার পর ঘটনাস্থল ঘুরে দেখে ধসের কারণ সম্পর্কে ওই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এরশাদ আরও বলেন, ওই বক্তব্য দিয়ে মন্ত্রী ‘দেশ ও দলের’ ক্ষতি করেছেন। তিনি বলেন, দুর্যোগে সব দল একসঙ্গে থেকে কাজ করবে- এটাই জাতি আশা করে।
সরকার সাভারে নিহতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে অভিযোগ করেছেন, তারও সমালোচনা করে এরশাদ বলেন, বিরোধীদলীয় নেতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং দুঃখজনক। সব জায়গায় রাজনীতি খাটে না। এখানে সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করে যাচ্ছেন, তাদের ধন্যবাদ দেয়া উচিত। মানুষের মৃত্যুর সংখ্যা নিয়ে টানাটানি না করে এখন এদের উদ্ধার করা জরুরি মন্তব্য করে এরশাদ বলেন, মৃতদেহ ৫০০ হোক আর ৫১০ জন হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হলো তারা সবাই মানুষ। সেনাবাহিনী এই উদ্ধারকাজে না থাকলে এতো শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি। ঘটনাস্থল ঘুরে দেখে এরশাদ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
সৌজন্যেঃ মানব জমিন