প্রথম নারী স্পিকার হচ্ছেন শিরীন শারমিন

প্রথম নারী স্পিকার হচ্ছেন শিরীন শারমিন

শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার হচ্ছেন। আওয়ামী লীগের সংসদীয় দল শিরিন শারমিন চৌধুরীকে জাতীয় সংসদের স্পিকার হিসাবে মনোনয়ন দিয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কাল জাতীয় সংসদে নতুন স্পিকার নির্বাচন হবে।
বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, শিরিন শারমিন চৌধুরীকে সর্বসম্মতভাবে স্পিকার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার দূর্ঘটনার পর দূর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সাফল্য তুলে ধরেন। পরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকের কথা উল্লেখ করে বলেন, ওই বৈঠকে স্পিকার মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে। এ পর্যায়ে তিনি দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্পিকার পদে নাম ঘোষণার আহ্বান জানান।
সৈয়দ আশরাফ দলের ভবিষ্যত্, নতুন নেতৃত্ব এবং নারীর প্রতি মর্যাদার কথাতুলে ধরে স্পিকার হিসাবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। এসময় তুমুল করতালি দিয়ে সাংসদেরা তা সমর্থন করেন। পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, হুইপ সাগুফতা ইয়াসমিনসহ কয়েকজন স্পিকার হিসাবে শিরিন শারমিন চৌধুরীকে সমর্থন করে বক্তব্য দেন।
বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগের সংসদীয় দলের মনোনয়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার পর স্পিকার পদেও নারী আসছেন। এ তিনটি পদে নারী পৃথিবীর আর কোথাও নেই।
সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর