নির্বাচন নির্ধারিত সময়েই: প্রধানমন্ত্রী

নির্বাচন নির্ধারিত সময়েই: প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের মূলতবি সভায় তিনি এ কথা জানান।

সূত্র জানায়, সভায় শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধানে যেভাবে বলা আছে নির্ধারিত সময়ে সেভাবেই অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসববন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে নির্বাচনে বিএনপি অংশ না নিলে সেটা রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সভায় নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেককে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে আশরাফুল ইসলাম বলেন, “আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে সেটা হবে রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত।”

হরতাল বাদ দিয়ে বিরোধীদলকে গণতন্ত্রের পক্ষে আসার আহ্বানও জানান সৈয়দ আশরাফ।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর