জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার স্বৈরাচার সরকার। এ সরকার জনগণের আস্থা হারিয়ে ফেলেছে, তাই এদের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই। এ সরকারের নেতৃত্বদাতা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে টেন্ডারবাজি, দলবাজি, চাঁদাবাজি আর দলীয়করণে ব্যস্ত হয়ে পড়েছে। বর্তমান সংসদকে অকার্যকর দাবি করে জিএম কাদের বলেন, ৯০-৯১ এরপর থেকে কোন সংসদই কার্যকর ছিল না, বর্তমান সংসদও কার্যকর নেই। তিনি অবিলম্বে সরকারি দলকে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসে সব সংকটের অবসান করার আহ্বান জানান। তা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারি দল তথা আওয়ামী লীগকে সব দায় নিতে হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। গোলাম মোহাম্মদ কাদের এমপি আরও বলেছেন, দেশের মানুষ দুটি দলের ধ্বংসযজ্ঞে দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিকে ইঙ্গিত করে জিএম কাদের বলেন, একদল চিরস্থায়ীভাবে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নানা অপচেষ্টা চালাচ্ছে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য জনতার মতামত বা ভোটের রায়ের প্রতি আস্থা রাখতে না পেরে টানা হরতাল, জ্বালাও-পোড়াওসহ নানা ধ্বংসযজ্ঞ শুরু করায় মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে।
শুক্রবার লালমনিরহাটে বিএনপিসহ কয়েকটি সংগঠন থেকে কয়েক হাজার নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে শহরের মিশনমোড় চত্বরে আয়োজিত এক সংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির থিংক ট্যাংক গোলাম মোহাম্মদ কাদের এমপি এসব কথা বলেন। জেলা যুবদলের সাবেক সভাপতি লালমনিরহাট আদর্শ কলেজের অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু জাতীয় পার্টিতে যোগদান ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় এ সমাবেশে তাকে ফুল দিয়ে বরণ করেন জিএম কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ মজিবুর রহমান। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান সভাপতিত্ব করেন।
এর আগে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা ও সদর উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ঢোল, বাদ্য-বাজনা বাজিয়ে, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। দীর্ঘদিন পর লালমনিরহাট জেলা শহরে জাতীয় পার্টির এ সমাবেশে ২৫-৩০ হাজার মানুষ সমবেত হওয়ায় বিভিন্ন মহলে নানা উৎসুক্য সৃষ্টি হয়েছে।
জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুল আলম মিঠুর সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে বেশ কিছু নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন। সংবর্ধনার জবাবে মাহবুবুল আলম মিঠু বলেন, এ জেলায় জাতীয় পার্টিকে এক নম্বরে নিয়ে যাওয়া হবে। লালমনিরহাটকে গডফাদারমুক্ত করা হবে। কথায় কথায় লাঠিয়াল বাহিনী নামিয়ে এ জেলার মানুষকে জিম্মি করতে দেয়া হবে না। গোলাম মোহাম্মদ কাদের এমপি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন জাতীয় পার্টি এককভাবে করবে, তাই এখন থেকে নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।