বর্তমান সমস্যা নিরসনে সংলাপ গুরুত্বপূর্ণ: মজীনা

বর্তমান সমস্যা নিরসনে সংলাপ গুরুত্বপূর্ণ: মজীনা

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের বর্তমান সমস্যা নিরসনে সবাইকে একত্র হয়ে সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ঐক্যের জন্য আরও বেশি ন্যায়পরায়ণতা ও সহিষ্ণু মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ সোমবার রাঙামাটির আসাম বস্তির নারকেলবাগানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই পানিখেলা উত্সবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মজীনা এসব কথা বলেন। খবর বাসসের।
মজীনা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় আশীর্বাদ তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জনগোষ্ঠী। পার্বত্যাঞ্চলের মানুষের চমত্কার কর্মশক্তি, প্রাণচাঞ্চল্য, সৃজনশীলতা, উদারতা লক্ষ্যণীয়। তিনি আরও বলেন, ‘এই নববর্ষ উত্সবের সঙ্গে, আসুন, আমরা সবাই বৈচিত্র্যময়তার প্রতি সহিষ্ণুতা গড়তে ও বজায় রাখতে সংকল্পবদ্ধ হই, যা ৪২ বছর আগে বাংলাদেশের জন্মলগ্নের বৈশিষ্ট্য।’
বৈসাবি উত্সবের শেষ দিনের এই পানিখেলা উত্সবের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার
বলেন, বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে আইন প্রণয়নের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এর মাধ্যমে দেশের ক্ষুদ্র জনগোষ্ঠীগুলো তাদের নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণে সুযোগ পাবে।
পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি ধুয়ে-মুছে দেওয়ার জন্য মারমারা পানিখেলা উত্সব পালন করে।
মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসাস) আয়োজিত পানিখেলা উত্সবে রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার আমেনা বেগমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যান্য আন্তর্জাতিক শীর্ষ খবর