ফোনের মডেমের গতি বাড়িয়ে নিন

অনেকেই মুঠোফোনকে কম্পিউটারের মডেম হিসেবে ব্যবহার করে থাকেন। এতে ইন্টারনেট কিছুটা ধীরগতির হয়ে যায়, সে ক্ষেত্রে কিছু সেটিংস পরিবর্তন করে গতি অনেকটাই বাড়িয়ে নেওয়া যায়।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রথমে কম্পিউটারের সঙ্গে আপনার মুঠোফোনটির সংযোগ করুন। সংযোগ দেওয়া হয়ে গেলে এবার সংযোগ বিচ্ছিন্ন করে নিন। এতে আপনার ফোনের সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে।
স্টার্ট থেকে Run এ গিয়ে ncpa.cpl লিখে এন্টার চাপুন। এখন যে পেজ আসবে, সেখানে আপনার ফোনের প্রস্তুতকারকের নাম দেখাবে (Nokia USB Modem#1)। তালিকা থেকে আপনার ফোনের মডেলের ওপর ডান ক্লিক করে Propertise-এ ঢুকে Configure থেকে Maximum speed (bps)-এর পাশের Box এ ক্লিক করে ৭২০০০০০ বা ৯২১৬০ লিখে OK করে বের হয়ে আসুন। এবার আপনার ফোনের কানেকশনে দুই ক্লিক করে Dial-এ চাপ দিন। দেখবেন ইন্টারনেট সংযোগ করা হয়েছে। ডায়াল আপ কানেকশন তৈরি হওয়ার ফলে আগের চেয়ে ইন্টারনেটের গতি অনেকটা বেড়ে যাবে।

বিজ্ঞান প্রযুক্তি