রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আলাদা বেতন কাঠামো চলতি মাসেই

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আলাদা বেতন কাঠামো চলতি মাসেই


ডি-মিউচ্যুয়ালাইজেশন বাস্তবায়ন বিলম্বিত হওয়ার কারণেই শেয়ার বাজার পতনের কারণ বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম’-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় শেয়ার বাজার প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, “গত দেড় বছরে শেয়ার বাজারের অনেক আইন-কানুন সংস্কার করা হয়েছে। কিন্তু, সেগুলো তেমন স্থায়ী প্রভাব ফেলেনি। এ কারণে ডি-মিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়াটা আগে সম্পন্ন করতে হবে।”

তিনি আর বলেন, “আগামী ১১ এপ্রিল এ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আছে। তাদের প্রতিবেদন পাওয়ার পরই এটা সংসদে যাবে। আগামী অধিবেশনেই এটি পাস হয়ে যাবে।”

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আলাদা বেতন কাঠামো: অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি (এপ্রিল) মাসেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আলাদা বেতন কাঠামো চূড়ান্ত হচ্ছে। এনিয়ে কমিটি কাজ করছে। আসছে বাজেট থেকে এ বেতন কাঠামো কার্যকর হবে।

এমএলএম ব্যবসা: মুহিত বলেন, “আমরা এমএলএম ব্যবসায় কিছু মৌলিক পরিবর্তন এনেছি। তবে কোনোভাবে এদের আর ব্যাংকিং করতে দেওয়া হবে না।”

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর