হিলারি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন: বিল ক্লিনটন

হিলারি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন: বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পরবর্তী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন। এমনটাই ইঙ্গিত দিয়েছেন হিলারির স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

শনিবার রাতে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়াটিব’র (সিজিআই) উদ্যোগে এক অনুষ্ঠানে ডেমোক্র্যাট সমর্থকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বিল ক্লিনটন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী হিলারি ক্লিনটন।

তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনে বেশ কয়েকজন ভালো প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের মধ্যে হিলারি থাকতে পারেন। সে লড়লে আমি তাকে অবশ্যই সমর্থন দেব।

কোন প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ক্লিনটন জানান, তিন মেয়াদে ভবিষ্যতে কেউ প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালে আমি বিরোধিতা করব না। তবে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পরই যে তৃতীয় মেয়াদে লড়তে হবে এমন ধারণার সঙ্গে আমি একমত নই।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর শনিবারই হিলারিকে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি লড়তে যাচ্ছেন বলে ডেমোক্রাটদের মধ্যে ইতোমধ্যেই জোর গুঞ্জন উঠেছে। হিলারি চলমান এই গুঞ্জন সম্পর্কে সরাসরি কোন উত্তর দেননি।

হিলারি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সিবিএস নিউজকে জানান, হিলারি আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী হতে পারেন তবে তা সম্পূর্ণ নির্ভর করছে ওবামা প্রশাসনের সাফল্যের উপর।

অন্যান্য ইসলামী জগত শীর্ষ খবর